ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পিঠা উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
পিঠা উৎসব শুরু ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমির কফি হাউজে নয় দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিকব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৩২টি স্টলে, ১৫২ প্রকার বিভিন্ন স্বাদের পিঠা রয়েছে।

জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাট্যজন ম. হামিদ।

সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলমের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঞ্চসারথী নাট্য নির্দেশক ও অভিনেতা আতাউর রহমান, জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজী, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, স্কায়ারের প্রতিনিধি ইমতিয়াজ ফারুক, নৃত্য শিল্পী আমানুল হক প্রমুখ।

এ সময় রামেন্দু মজুমদার বলেন, সংস্কৃতি মানে শুধু গান-বাজনা নয়। এর অংশ আমাদের দেশের বাহারি পিঠাও। আর এ বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, পিঠা দেশ থেকে হারিয়ে যায়নি বলেই দেশের বিভিন্ন জেলা থেকে পিঠা শিল্পীরা এসেছেন এই উৎসবে।

বর্তমানে বাংলাদেশ দুইভাগে বিভক্ত উল্লেখ করে রামেন্দু মজুমদার আরও বলেন, এক ভাগে বোমাবাজি ও অন্য ভাগে সংস্কৃতি হিসেবে পিঠা উৎসব। দেখা যাক, দেশের মানুষ কোন দিকে যায়।

তিনি বলেন, আমরা মনে করি এই পিঠা উৎসবকে সামনে রেখে দেশে বিরাজমান সব রাজনৈতিক সমস্যার সমাধান হবে।

উদ্বোধন শেষে গান, নৃত্য, নাটক ও আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।