ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
ভোলায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জনতা ব্যাংক ভোলা জেলা শাখা। সোমবার সকালে শহরের জনতা ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।



ভোলা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আ. মান্নানের সভাপতিত্বে ব্যাংক পরিচালক মাহাবুবুর রহমান হিরণের পক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জাফর আহমেদ, ডেপুটি ব্যবস্থাপক আ. রহিম, ভোলা শাখার ব্যবস্থাপক মাসুদ আহমেদ ও ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাব সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু ও ভোলা এরিয়া অফিস কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ২ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।