ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই ট্রাকে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
বগুড়ায় দুই ট্রাকে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া জেলা সদরের চারমাথা ও মাটিডালী এলাকায় দুটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ওই দুই ট্রাকে আগুন দেয় তারা।



এ ঘটনায় একটি ট্রাকের অধিকাংশ পুড়ে গেছে ও অপরটি অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর জানাতে পারেনি পুলিশ।  

বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে একটি ট্রাকের (কুষ্টিয়া-ট-৪৮৬) চালক গ্যারেজে গাড়ির কাজ শেষ করে জেলার শিবগঞ্জ উপজেলার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নিশিন্দারা চারমাথা এলাকায় অবরোধকারীরা সুযোগ বুঝে ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। এতে ট্রাকটির বেশ খানিকটা অংশ পুড়ে যায়।

এছাড়া, প্রায় একই সময়ে অবরোধকারীরা চালবোঝাই আরেকটি ট্রাক (বগুড়া-ট-১৩-০৪১৮) মাটিডালী এলাকায় পৌঁছালে তাতে আগুন লাগিয়ে দেয় তারা। কিন্তু স্থানীয় জনতা ও পুলিশের তৎপরতার কারণে আগুনটি শেষ পর্যন্ত বড় আকার ধারণ করেনি।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।