ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে তিন ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সুন্দরগঞ্জে তিন ব্যবসায়ীর জরিমানা

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিন ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হক প্রধান এ জরিমানা আদায় করেন।



অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রি ও একই দোকানে খাদ্য এবং সার বিক্রির দায়ে তাদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।

এদের মধ্যে অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে উপজেলার ছমিরের বাজারের সার ডিলার হায়দার আলী ও মণ্ডলের হাটের তরুণ কান্তি বর্মনের কাছ থেকে ১০ হাজার টাকা এবং একই দোকানে খাদ্য ও সার বিক্রি করার দায়ে মণ্ডলের হাটের অপর ব্যবসায়ী চণ্ডিচরণের কাছ থেকে ১ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশেদুল হক প্রধান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।