ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সেই এসপি হাবিবুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সেই এসপি হাবিবুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হাবিবুর রহমান

বরগুনা: মুন্সীগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া আলোচিত পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমানসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর করা মামলায় সোমবার বিকেলে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক বজলুর রহমান।



মামলায় হাবিবুর রহমান ছাড়াও তার বাবা ইব্রাহিম হাওলাদার, বড় ভাই মাদ্রাসা শিক্ষক আবু হানিফ, বোনের স্বামী আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম ও বোন আমেনা বেগমের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর  বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ এ হাবিবুর রহমানের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবি ও তার ওপর নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে মামলা করেন। বিচারক মামলাটি তদন্তের জন্য বরগুনা সদর উপজেলা বিচারিক হাকিম নোমান মইনুদ্দিনকে দায়িত্ব দেন।

গত ৫ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে বিচারিক হাকিম নোমান মইনুদ্দিন আদালতে প্রতিবেদন জমা দেন।

সোমবার ওই প্রতিবেদনের বিরুদ্ধে হালিমা বেগম আদালতে নারাজি আবেদন করলে বিচারক তা আমলে নিয়ে হাবিবুর রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।