ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশাহত আওয়ামী লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
আশাহত আওয়ামী লীগ

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধ কর্মসূচি প্রত্যাহার না করায় আশাহত হয়েছে আওয়ামী লীগ।

সোমবার (১৯ জানুয়ারি) রাত নয়টায় দিকে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ‍অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



হাছান মাহমুদ বলেন, আমরা আশা করেছিলাম সংবাদ সম্মেলনে খালেদা জিয়া জনগণের কাছে ক্ষমা চেয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা করবেন। তিনি তা না করে আবারও সহিংসতার কর্মসূচি অব্যাহত রাখলেন।

তিনি বলেন, বিএনপির এ অবরোধ কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এটা পেট্রোল বোমার কর্মসূচি, মানুষ হত্যার কর্মসূচি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।