ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে র‌্যাবের অভিযানে ২ ভেজাল ওষুধ কারখানা সিলগালা

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সাভারে র‌্যাবের অভিযানে ২ ভেজাল ওষুধ কারখানা সিলগালা

সাভার (ঢাকা): সাভারে অভিযান চালিয়ে এশিয়ান ইউনানি লিমিটেড ও কনফিডেন্স ফার্মা লিমিটেড নামের দুইটি ভেজাল ওষুধ তৈরির কারখানা সিলগালা এবং আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে র‌্যাব-৪ এর ম্যাজিস্ট্রেট আল-আমিনের নেতৃত্বে সাভার পৌর এলাকার নামা গেন্ডা এলাকায় অভিযান চালানো হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আল-আমিন বাংলানিউজকে জানান, ভেজাল ঔষধ তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় এশিয়ান ইউনানির ওষুধ তৈরির বৈধ কাগজ না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা এবং মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। একইসঙ্গে মালিককে না পেয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আরিফ হাসানকে আটক ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের দণ্ডাদেশ দেওয়া হয়।

তিনি জানান, একই অভিযোগে কনফিডেন্স ফার্মা নামের আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরসহ ২ লাখ টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান দুইটি দীর্ঘদিন ধরেই ভেজাল ওষুধ তৈরি করে বাজারে সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।