ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগ মোড়ে বাসে ককটেল, চালক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
শাহবাগ মোড়ে বাসে ককটেল, চালক আহত

ঢাকা: রাজধানীর শাহবাগ মোড়ে ইউনাটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই বাসের চালক রাশেদুল ইসলাম রাসেল (২৫) গুরুতর আহত হন।

তার দুই হাতে ও পায়ে আঘাত লেগেছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনাস্থলে থাকা পুলিশ ককটেল নিক্ষেপকারী সন্দেহে নূর মোহাম্মাদ (২৫) নামে এক ব্যক্তির পায়ে গুলি করেছে।

বর্তমানে ওই বাসের চালক ও ককটেল নিক্ষেপকারী দুইজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিম বাংলানিউজকে বলেন, পুলিশের গুলিতে নূর মোহাম্মাদ (২৫) নামে এক ব্যক্তি আহত হয়েছে। সে ওই বাসে ককটেল নিক্ষেপ করে দৌড়ে পালাবার সময় পুলিশ তার পায়ে গুলি করে।

এ বিষয়ে নূর মোহাম্মাদ বাংলানিউজকে জানান, তার বাবার নাম ফখরুল ইসলাম। তিনি মাত্র কিছু দিন হলো ঢাকায় এসেছেন। তবে তিনিই ককটেলটি নিক্ষেপ করেছেন কিনা এ বিষয়ে কিছু জানাননি।

এ নিয়ে বাস চালক রাসেল বাংলানিউজকে জানান, ইউনাটেড পরিবহনের এ বাসটি মিরপুর থেকে সদরঘাটে চলাচল করে। রাত ৮টার দিকে সদরঘাট থেকে মিরপুরে উদ্দেশে ছেড়ে আসে বাসটি। রাত ৮টা ২০ এর দিকে শাহবাগ মোড়ে সিগনালে থামলে কে-বা কারা বাসের জানালার মধ্য দিয়ে একটি ককটেল নিক্ষেপ করে। তা বিস্ফোরিত হলে তিনি (চালক) আহত হন। এরপর গাড়ির হেলপার শ্যামল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।

এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর ওই বাসের যাত্রীরা ভয়ে বিভিন্ন দিকে দৌড়ে পালায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫, আপডেট ২০৪৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।