ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ২ ট্রাকে আগুন, ২০ গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
ফেনীতে ২ ট্রাকে আগুন, ২০ গাড়ি ভাঙচুর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে বিসিক সড়ক ও রামপুর সড়কের মাথায় ২ মালবাহী ট্রাকে আগুন ও ২০ গাড়িতে  ভাঙচুর করেছে অবরোধকারীরা।

সোমবার রাত ৮টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।



পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে অবরোধকারীরা সড়কে এক ধরনের কাঁটা ফেলে ট্রাকের গতিরোধ করে। পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া একই সময়ে সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসসহ অন্তত ২০ গাড়িতে ভাঙচুর করা হয়।

ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) শামসুল আলম ট্রাকে আগুনের ঘটনা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
এরআগে সাড়ে ৭টার দিকে শহরের এসএসকে সড়কের ফায়ার সার্ভিস এলাকায় কয়েকটি টমটম ও সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় অবরোধকারীরা। এ সময় তারা ৭/৮টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

** রাজশাহীতে চালবাহী ট্রাকে আগুন
** পূরবী সিনেমা হলের সামনে বাসে আগুন

** শাহবাগ মোড়ে বাসে ককটেল, চালক আহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।