ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লার দুই শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
কুমিল্লার দুই শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব। )

সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে ৠাব-১১ এর একটি বিশেষ দল।


 
গ্রেফতার হওয়া দুই শীর্ষ সন্ত্রাসী হলেন- নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা পরাগ (৩৬) ও জহির (৩২)।

কুমিল্লা ৠাব-১১ এর অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকী বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৮টায় হাউজিং এস্টেট এলাকা থেকে প্রথমে জহিরকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড বুলেটসহ গ্রেফতার করি।

পরে তার দেওয়া তথ্য মতে, একই এলাকায় পরাগের বাসায় অভিযান চালিয়ে একটি শুটার গান, ৩ বোতল ফেনসিডিল ও ২৫ পিস ইয়াবাসহ পরাগকে গ্রেফতার করি।

তিনি আরও জানান, অনেক আগে পরাগের নামে ৠাব অস্ত্র আইনে একটি মামলা করেছিল।   এজন্য তাকে একবার গ্রেফতারও করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৬১১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।