ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফুলগাজীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
ফুলগাজীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ১৬

ফেনী: ফেনীর ফুলগাজীতে বরযাত্রীবাহী বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত ফুলগাজীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মোজাম্মেল হক, একই গ্রামের আবুল বশর, আলমগীর, সাইফুল ইসলাম, খুরশিদ আলম, দেলোয়ার হোসেন প্রকাশ হোসেন, বসির, জহির, দক্ষিণ তারালিয়া গ্রামের জালাল আহম্মদ মিঠু, দক্ষিণ পৈথারা গ্রামের বেলাল হোসেন মিন্টু, দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মনির  হোসেন, একই গ্রামের রেজাউল করিম বাবলু, ফখরুল ইসলাম শিপন, দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে নূরুল আলম, পশ্চিম দরবারপুর গ্রামের মো. জাহাঙ্গীর ও পূর্ব দরবারপুর গ্রামের আতিকুর রহমান টিপু।

রোববার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার আনন্দপুরে বিয়ের বরযাত্রীবাহী বাসে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা। এ ঘটনায় রোববার রাতেই ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ বাদী হয়ে উপজেলা জাসাসের সভাপতি  গোলাম রসুল গোলাপ ও যুবদল নেতা জহির উদ্দিনসহ ১২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ ১৬ জনকে গ্রেফতারের সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।