ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জ সীমান্তে সাড়ে তিন লক্ষাধিক টাকার মদ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
কোম্পানীগঞ্জ সীমান্তে সাড়ে তিন লক্ষাধিক টাকার মদ উদ্ধার

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে সাড়ে তিন লক্ষাধিক টাকা মূল্যের মদ উদ্ধার করেছে বিজিবি (বর্ডার ‍গার্ড বাংলাদেশ) সদস্যরা।

সোমবার (১৯ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে উপজেলার পশ্চিম কালাইরাগ এলাকা থেকে মদের চালানটি উদ্ধার করা হয়।



বিজিবি সূত্র জানায়, নায়েক জুলহাস মিয়ার নেতৃত্বে কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত ফাঁড়ির বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় মদের চালানটি উদ্ধার করে।

নায়েক জুলহাস বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য তিন লাখ ৬৪ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।