ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জাটকাসহ আটক ৬ জনের অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
বরিশালে জাটকাসহ আটক ৬ জনের অর্থদণ্ড

বরিশাল: বরিশাল সদর উপজেলার লাহারহাট সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১৫ মণ জাটকাসহ ছয়জনকে আটক করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সীতেশ চন্দ্র সরকার তাদের ২৫ হাজার টাকা অর্থদণ্ড করেন।



জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত ৩টার দিকে লাহারহাট সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকাসহ তাদের আটক করে নৌ-পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সীতেশ চন্দ্র সরকারের আদালতে হাজির করা হলে তিনি ওই ছয়জনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করেন।

বরিশাল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, উদ্ধার করা মাছগুলো মঙ্গলবার সকালে বরিশাল নগরীর এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-ভোলা সদর উপজেলার মো. বাবুল হাওলাদার, মো. বশির, মো. মিরাজ এবং দৌলতখান উপজেলার মো. বাবুল, মো. মাকসুদুর রহমান ও তরিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।