ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নিকেতনে দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ করেস‍পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
নিকেতনে দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধ‍ানীর গুলশান-১ এর নিকেতন থেকে মাসুম (১৩) নামে এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দোকানটির পাশের একটি গলিতে মাসুমের ঝুলন্ত লাশ দেখতে পান দোকান মালিক জাহের মিয়া।



খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠ‍ায়।

নিহত মাসুম নেত্রকোনা সদর উপজেলার জাবেদ আলীর ছেলে।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, দোকান মালিক জাহের মিয়া সকালে দোকানে এসে গলির মধ্যে প্লাস্টিকের রশিতে মাসুমের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেন।

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলেও জানান এসআই জয়নাল আবেদীন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।