ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশঙ্কা নেই, তাই গুলশান থেকে পুলিশ সরানো হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
আশঙ্কা নেই, তাই গুলশান থেকে পুলিশ সরানো হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: আশঙ্কা নেই, তাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় থেকে পুলিশ বেষ্টনী সরানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান।



তিনি বলেন, কোনো ধরনের আশঙ্কা নেই, তাই নিরাপত্তা বেষ্টনী সরানো হয়েছে।

অবরোধের মধ্যে দেশের সার্বিক অবস্থা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, জনগণের সম্পৃক্ততা না থাকলে আন্দোলন হয় না। বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই।

রাজধানীতে পরপর দুই দিনের ক্রসফায়ারে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটা ক্রসফায়ার নয়। তারা ভয়ংকর সন্ত্রাসী। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে, পুলিশ বাধ্য হয়েই তাদের গুলি করে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।