ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দ্বিতীয় দফায় পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং শুরু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
দ্বিতীয় দফায় পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং শুরু পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী

ঢাকা: সরকারের এক বছরের ‘সাফল্য’ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওআইসিভুক্ত দেশগুলোর কূটনীতিকদের (রাষ্ট্রদূত,  হাইকমিশনার ও দূতাবাস প্রধান) ব্রিফিং করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। এখন চলছে দিনের দ্বিতীয় দফার ব্রিফিং।



মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং শুরু হয়ে সোয়া চারটায় শেষ হয়।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিকেল সাড়ে চারটায় সার্ক ও আসিয়ানভুক্ত দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের আরেকটি ব্রিফিং শুরু হয়েছে।

এর আগে, সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অস্ট্রেলিয়া, চীন, জাপান, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, কোরিয়াসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী।

গত ১৪ জানুয়ারি ইউরোপীয় দেশ এবং রাশিয়া, নরওয়ে, দি হলি সি ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের কূটনীতিক ও রাষ্ট্রদূতদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫/আপডেট ১৬৩৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।