ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় কনস্টেবলসহ আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় কনস্টেবলসহ আহত ৩

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলী রোডের জাম্বুর মোড়ে আসামিবাহী সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশের দুই কনস্টেবল ও ১ জন আসামি আহত হয়েছে।

আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে উখিয়া থানা থেকে আদালতে হাজির করার জন্য আসামি নিয়ে আসার পথে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- উখিয়া থানার কনস্টেবল মাসুদ আলম ও বেলাল আহমদ এবং আসামি উখিয়ার থাইংথালী এলাকার সুলতান আহাম্মদের ছেলে শামসুল আলম।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।