ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়ে সহিংসতা দমন করুন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
‘রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়ে সহিংসতা দমন করুন’

ঢাকা: সংবিধান প্রদত্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় শক্তি দিয়ে সহিংসতা দমন করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। একই সঙ্গে অবরোধের নামে মানুষ হত্যা বন্ধে অবরোধকারীদের প্রতিও আহ্বান জানান তারা।



মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সরকার ও সরকারবিরোধী উভয় পক্ষের প্রতি এ-আহ্বান জানান বিশিষ্টজনেরা।

‘নাশকতা ও সহিংসতা বন্ধ কর, গণতন্ত্র সমুন্নত রাখ’ স্লোগানে এ মানববন্ধনের আয়োজন করে বিশিষ্ট নাগরিকদের সংগঠন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ও ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’র সভাপতি আনিসুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাংবাদিক আবেদ খান, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।

‘ জনগণের সব অধিকার আজ পদদলিত’ উল্লেখ করে আনিসুজ্জামান বলেন, সরকার ও বিরোধীপক্ষ উভয়ের কাছেই আমাদের দাবি, সংবিধানে বর্ণিত সাধারণ জনগণের সব অধিকার ফিরিয়ে দিন। আমাদের নিজস্ব জীবনযাপনের সুযোগ নিশ্চিত করুন।

তিনি বলেন, মানুষকে নির্যাতন করে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বর্জন করে দেশে গণতন্ত্র সমুন্নত রাখাও সম্ভব নয়।

আনিসুজ্জামান আরও বলেন, আজ সারাদেশে যে তাণ্ডব চলছে, তাতে নর-নারী, শিশু-বৃদ্ধা সবাই আক্রমণের শিকার। অসহায় অন্ধ মায়ের একমাত্র সন্তান পুড়ে মারা যাচ্ছে, আহত অবস্থায় কলেজছাত্রী হাসপাতালে কাতরাচ্ছে, শ্রমিক রুটি রুজির তাগিদে বের হয়ে দুর্বৃত্তের আঘাতের শিকার হচ্ছে। দেশের অর্থনীতিকে পঙ্গু করা জনসেবার পথ নয়, জনগণকে নির্যাতন করা গণ-আন্দোলনের পথ নয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুলতানা কামাল বলেন, এ অবরোধ কার বিরুদ্ধে, যে কৃষক ফসলের ডালা রেখে মাথায় হাত দিয়ে বসে আছে তার বিরুদ্ধে, যে শ্রমিক জীবিকার অন্বেষণে বের হয়ে পেট্রোল বোমার আঘাতে ঝলসে যাচ্ছে তাদের বিরুদ্ধে, যে শিক্ষার্থী শিক্ষার তাগিদে রাস্তায় বের হচ্ছে তাদের বিরুদ্ধে, নাকি আমাদের মতো পেশাজীবীদের বিরুদ্ধে যাদের রুটিরুজির তাগিদে প্রতিদিন বের হতে হয়? প্রতিটি প্রশ্নের জবাব তাকে দিতে হবে।

রাশেদা কে চৌধুরী বলেন, আমরা শুধু উদ্বিগ্নই নই, আতঙ্কিত ও ক্ষুব্ধ। আমরা এ সন্ত্রাস চাই না। আমরা স্বাভাবিকভাবে বাঁচার ও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।

আবেদ খান বলেন, আপনারা আন্দোলনের নামে এমন ক্ষেত্র প্রস্তুত করবেন না যাতে জঙ্গিরা আবার হামলা চালানোর সুযোগ পায়।

মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, রাজনীতির বিকল্প সহিংসতা নয়। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।