ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ডায়রিয়া আক্রান্ত ৪২ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
যশোরে ডায়রিয়া আক্রান্ত ৪২ জন

যশোর: সারাদেশের মতো যশোরের ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি শৈতপ্রবাহের প্রভাবে জেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।

গত দুই দিনে (১৯ ও ২০ জানুয়ারি) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডাইরিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন অন্তত ৪২ জন।

এদের মধ্যে ১৩ শিশু রয়েছে।

চিকিৎসকরা বলছেন, প্রচণ্ড ঠান্ডার কারণে হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে।

হাসপাতাল সূত্র জানায়, প্রচন্ড ঠাণ্ডায় ডায়রিয়া আক্রান্ত হয়ে সোমবার হাসপাতালটিতে ৩৩ জন রোগী ভর্তি হন। মঙ্গলবার সকালে ভর্তি হয়েছেন আরো ৯ জন। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অনন্ত ১৫০ জন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু বিশেষষ্জ্ঞ ডা. মাহাফুজুর রহমান বাংলানিউজকে বলেন, ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই টোটা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মূলত ঠাণ্ডাজনিত কারণে টোটা ভাইরাসের আক্রমণ ঘটে।

যশোর আবহাওয়া অফিস সূত্র জানায়, গত দুই দিন ধরে যশোরের ওপর দিয়ে মাঝারি মানের শৈতপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এ কারণে সমস্যা দেখা দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।