ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফুল যতোই ফুটছে, কান্না ততোই বাড়ছে

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
ফুল যতোই ফুটছে, কান্না ততোই বাড়ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফুল ফোটার সঙ্গে সঙ্গে বাড়ছে আমিনুলের কান্না। নার্সারিতে ফুল যতোই ফুটছে তার কান্না ততোই ভারী হয়ে উঠছে।



মঙ্গলবার (২০ জানুয়ারি) সাভার সদর উপজেলার দোশাইদ গ্রামের ফাতেমা নার্সারি সরেজমিন পরিদর্শনে গেলে এ প্রতিবেদকের কাছে কান্নায় ভেঙে পড়েন নার্সারির মালিক আমিনুল।

আমিনুল কান্নাজড়িত কণ্ঠে বাংলানিউজকে বলেন, নার্সারিতে ফুল যত ফুটছে আমার লোকসানের পাল্লা ততই ভারী হচ্ছে। কারণ আমার নার্সারিতে হরেক রকমের ফুলের চারা হয়েছে।

মূলত: এ ফুলের চারাগুলো ফুল ফোটার আগেই বিক্রি হয়ে থাকে। এ চারাগুলোতে একবারই ফুল ফুটে। কিন্তু টানা হরতাল অবরোধ থাকায় পাইকাররা ফুলের চারা নিতে আসছেন না। যার ফলে নার্সারিতে থেকেই অনেক চারার ফ‍ুল ফুটে গেছে। ফুল ফুটে গেলে সে চারা আর বিক্রি করা যাবে না।

ফুল ফোটায় গত দু’সপ্তাহেই ক্ষতি হয়েছে চার লাখ টাকার বেশি। এভাবে চলতে থাকলে আমার পথেই বসতে হবে। ’

আমিনুল বছরে ১৫ হাজার টাকায় আড়াই বিঘে জমি ভাড়া নিয়ে মায়ের নামে করেছিলেন ফাতেমা নার্সারি।

তিনি বলেন, অব্যাহত লোকশানের মুখে রাতে ঠিক মতো এখন ঘুমাতে পারছি না।

বীজতলা থেকে ফুল গাছের চারা তৈরি, ফুল আসার আগেই তা পাইকারদের হাতে তুলে দেওয়‍াই ছিলো তার ব্যবসা। এভাবে বছর শুরুতেই ডালিয়া, সূর্য্যমুখী, ইনকা গান্ধা, সিলভিয়া ডানথাস, পিঞ্জি, ইনফেসিয়াম, ক্যালেনডুলাস, ইন্টারহেনাম, টরেনিয়াম, গেজানিয়া,জিপসীসহ নানা জাতের ফুলের চাষ করেছিলেন আমিনুল।

এসব ফুল গাছের বৈশিষ্ট হচ্ছে একবার ফুল দেওয়ার পর গাছ মরে যায়। তবে জারবেরা আলাদা। স্থায়ীত্ব একটু বেশি।

তিনি বলেন, প্রতিদিনই রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, মিরপুর, হাইকোর্ট এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পিকআপ নিয়ে পাইকাররা আসতেন আমিনুলের নার্সারিতে। তারা বিভিন্ন জাতের চারা কিনে নিয়ে তা বিক্রি করতেন।

তবে টানা হরতাল আর অবরোধের কারণে পাইকাররা আসছেন না নার্সারিতে।

বছর শুরুর পরিকল্পনা নিয়ে যে সব ফুলের চারা তিনি গড়েছিলেন সেগুলোর ফুল ফুটে ঝড়ে যাওয়ায় এখন তা মূল্যহীন।

তিনি বলেন, ‘ফুল ভেদে প্রতিটা চারা তৈরি করতে খরচ ১২ থেকে ২২ টাকা পর্যন্ত। এ হিসেবে গড়ে ১৫ টাকা ধরে অবিক্রিত প্রায় ৩০ হাজার চারার ফুল ফুটে এখন কেবলই ক্ষতির পাল্লাটা ভারী হচ্ছে।

এখন খবরের কাগজ আর টিভিতে চোখ রাখি কবে অবরোধ উঠে যায়, কবে আমার বাকি চারাগুলো ফুলগুলো ফোটার আগেই পাইকারের হাতে তুলে দিতে পারি।   কিন্তু সেই আশা কি সহসাই পূরণ হবার মতো।

জানুয়ারির ৫ থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।