ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

২০২১ সালের মধ্যে সব নাগরিক বিদ্যুৎ পাবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
২০২১ সালের মধ্যে সব নাগরিক বিদ্যুৎ পাবে

সংসদ ভবন থেকে: বর্তমানে দেশের ৬৮শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। ২০২১ সালের মধ্যে দেশের সব নাগরিককে সুবিধার আওতায় আনা হবে।



মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পক্ষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।   

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৬৮শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। বর্তমান সরকার দেশের অবশিষ্ট জনগণকে দ্রুত বিদ্যুৎ সুবিধার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে।

এজন্য ২০১০ সালের পাওয়ার সিস্টেম মাস্টরপ্ল্যান অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট এবং ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

‘সে অনুযায়ী ২০২১ সালের মধ্যে দেশের সব নাগরিকের জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে’—জানান আ হ ম মুস্তফা কামাল।

নারায়ণগঞ্জ-১ আসেনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রীর পক্ষে পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ৭৭টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। অনুমোদিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ১১ হাজার ৫০৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

ময়মনসিংহ-৭এর সংসদ সদস্য এম এ হান্নানের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, দেশে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে বর্তমানে সরকারি খাতে মোট ৪ হাজার ৬৫৫ মেগাওয়াট ক্ষমতার ১৭টি এবং বেসরকারি খাতে মোট ২৭ হাজার ৬ মেগাওয়াট ক্ষমতার ১৫টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশেরই অগ্রগতি সন্তোষজনক।

‘বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ১১হাজার ২৬৫ মেগাওয়াট। তবে শীতকালীন বিদ্যুৎ চাহিদার পরিপ্রেক্ষিতে এখন প্রতিদিন প্রায় ৬ হাজার ২০০ থেকে ৬ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ২০১৪ সালের ১৮ জুলাই সর্বোচ্চ উৎপাদন ছিল ৭ হাজার ৪১৮ মেগাওয়াট। ’—নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর প্রশ্নের উত্তরে জানান তিনি।

জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খানের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, নীতিমালায় ২০১৫ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে শতকরা ৫ ভাগ অনুযায়ী ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।  

** অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।