ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চামড়া শিল্পনগরীতে ১৪৪টি ইউনিটের নির্মাণ কাজ শুরু

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
চামড়া শিল্পনগরীতে ১৪৪টি ইউনিটের নির্মাণ কাজ শুরু

সংসদ ভবন থেকে: রাজধানীর হাজারীবাগের ট্যানারি শিল্প আগামী ৩০ জুনের মধ্যে পরিবেশবান্ধব শিল্পনগরী সাভারে স্থানান্তর প্রক্রিয়ায় ১৪৪টি শিল্প ইউনিট নির্মাণ কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

 

সংসদ সদস্য মেহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার (কুষ্টিয়া-১) প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, রাজধানীর হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারের কান্দিবৈলারপুর, নারয়ণহন্দ্রপুর এবং কেরানীগঞ্জ উপজেলার চকনারয়ণপুর মৌজার ১৯৯ দশমিক ৪০ একর জমির ওপর পরিবেশবান্ধব চামড়া শিল্প নগরী স্থাপন করা হয়েছে। শিল্পনগরীতে সিটিপি এবং ডাম্পিং ইয়ার্ড ব্যতীত প্রায় সব অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। সিটিপি এবং ডাম্পিং ইয়ার্ড নির্মার্ণের কাজ চলমান রয়েছে।

আগামী ৩০ জুনের মধ্যে শিল্পনগরী স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে বরাদ্দ পাওয়া ১৫৫টি শিল্প ইউনিটের মধ্যে বিসিকে দাখিল করা প্রতিষ্ঠানের লে-আউট প্ল্যান ইতোমধ্যে অনুমোদন হয়েছে। এর মধ্যে ১৪৪টি শিল্প ইউনিট নির্মাণ কাজ শুরু হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।