ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় তীব্র শীত, ২৯ শিশু ডায়রিয়ায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
গাইবান্ধায় তীব্র শীত, ২৯ শিশু ডায়রিয়ায় আক্রান্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়া অব্যাহত থাকায় গত তিন দিন থেকেই গাইবান্ধার জেলার সর্বত্র কনকনে ঠাণ্ডা বাতাসের সঙ্গে শীতের তীব্রতা বৃদ্ধি অব্যাহত রয়েছে।  

মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির মত ঝরেছে কুয়াশা।

তিনদিন থেকেই সূর্যের দেখা মিলছে না। ফলে গাইবান্ধা আধুনিক হাসপাতালের বর্হিবিভাগে শীত জনিত রোগীর সংখ্যা তুলনামূলক ভাবে বেশি দেখা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে ২৯ জন শিশু কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে মঙ্গলবার নতুন করে ভর্তি হয়েছে ৭ জন।

এছাড়া গত এক সপ্তাহে ২ শিশু শীত জনিত রোগে মারা গেছে। এরা হলো, সদর উপজেলার কিশামত মালিবাড়ির সাব্বির (১১ মাস) এবং লক্ষ্মীপুরের সিফাত (১৮ মাস)।  

অপরদিকে, ঘন কুয়াশার কারণে নৌ চলাচল বিঘিœত হচ্ছে। তীব্র শীতের প্রকোপে চরাঞ্চল ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত ছিন্নমুল এবং নদী তীরবর্তী এলাকার মানুষ শীতবস্ত্রের অভাবে দুর্ভোগের কবলে পড়েছেন। তীব্র ঠাণ্ডায় দিনমজুররা কাজ করতে না পারায় কৃষকরা বোরো চারা রোপন করতে পারছেন না।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এসএমএ জলিল বলেন, হাসপাতালগুলোতে গত দু’দিনে শীত জনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

জেলা ভারপ্রাপ্ত ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, এ পর্যন্ত ২৮ হাজার ৭১০টি কম্বল, চাদর ১ হাজার, সোয়েটার ২ হাজার ২৫০ ও ৬৫০টি মাফলার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।