ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জামায়াতের সম্পদ জব্দের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
জামায়াতের সম্পদ জব্দের দাবি ছবি: রেহানা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  জামায়াতে ইসলামীর সব সম্পদ জব্দ করার দাবি জানিয়েছেন পেশাজীবী নারী সমাজসহ কয়েকটি নারী সংগঠনের নেত্রীরা।  

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অবরোধের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের জ্বালাও–পোড়াও, মানুষ হত্যা, নাশকতা প্রতিরোধ কর, প্রতিহত কর’ শীর্ষক মানববন্ধন থেকে জাতীয় নারী জোট, কর্মজীবী নারী ও পেশাজীবী নারী সমাজ সরকারের প্রতি এ দাবি জানায়।



মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পেশাজীবী নারী সমাজের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম বলেন, দেশ যখন গণতান্ত্রিকভাবে চলছে, তখন দেশকে অস্থিতিশীল করার জন্য অযৌক্তিকভাবে বিএনপি নেত্রী সহিংস কর্মসূচির ডাক দিয়ে গোটা দেশকে ধবংসের দিকে ঠেলে দিচ্ছেন।

খালেদা জিয়ার নির্দেশে সাধারণ মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সারাদেশ আজ বার্ন ইউনিটে পরিণত হয়েছে।
বিএনপি-জামায়াতের চলমান কর্মসূচিতে আগুনে পুড়ে এ পর্যন্ত ৩০ জন  মারা গেছে এবং শতাধিক আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, বিএনপি নেত্রীর অবৈধ কর্মসূচি বাস্তবায়ন করার জন্যই স্বাধীনতা বিরোধী শত্রু জামায়াতের ক্যাডাররা বাংলার সাধারণ মানুষের ওপর ককটেল নিক্ষেপ করছে, পেট্রোল বোমা নিক্ষেপ করছে। এই অবস্থা আর  চলতে দেওয়া যায় না।

তাই জামায়াতের অর্থনৈতিক শক্তিকে পঙ্গু করে দেওয়ার জন্য তাদের সব সম্পত্তি জব্দ করে বিএনপি-জামায়াতের চলমান কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত মানুষসহ সাধারণ মানুষের চিকিৎসায় ব্যয় করার জন্য সরকারের প্রতি তিনি দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, প্রশিকার পরিচালক নার্গিস জাহান বানু, জাতীয় নারী জোটের ঢাকা মহানগরের সভাপতি হ্যাপি, জাসদের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ঝলমল, কর্মজীবী নারী সংগঠনের কেন্দ্রীয় নেত্রী সানজিদা সুলতানা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।