ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
উজিরপুরে শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা সদরের ডব্লিউ বি ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক চিরকুমার বিপুল কৃঞ্চ চক্রবর্তী হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহসড়কের ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়।



এর আগে স্কুলমাঠে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মজিদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উজিরপুর বিএনখান ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মোর্শেদ তালুকদার, শিক্ষক শাহ আলম, মাহাবুর রহমান, জয় কুমার হালদার, কামাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এ সময় বক্তারা শিক্ষক বিপুল কৃঞ্চ চক্রবর্তী হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

গত ২ জানুয়ারি রাতে নিজ বাসায় বিপুল কৃঞ্চ চক্রবর্তীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।