ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তুরাগ নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
তুরাগ নদী থেকে কিশোরের লাশ উদ্ধার ছবি: প্রতীকী

গাজীপুর: রোববার (১৮ জানুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে নিঁখোজ কিশোরের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মোঃ ওমর  ফারুক হোসেন (১৭) নামের ওই ছেলের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গী বাড়ি থানার হাসাইল গ্রামে।

তার পিতার নাম হারুনর রশিদ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৩টার দিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা সংলগ্ন তুরাগ নদীর তীর থেকে লাশ উদ্ধার হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান লিটন বাংলানিউজকে সংবাদটি নিশ্চিত করে বলেন, মোনাজাত শেষে নৌকা যোগে বাড়ি ফেরার সময় নদীতে পড়ে গিয়ে নিঁখোজ হয়। দুই দিন নদীতে খোঁজাখুঁজি করে তার লাশ পাওয়া যায়। তার পড়নে ছিল পাঞ্জাবি।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘন্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।