ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ইয়াবাসহ আটক ৩

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
আশুলিয়ায় ইয়াবাসহ আটক ৩ ছবি: প্রতীকী

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার নবীনগর এলাকা থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার মাগার এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে আল আমির (২৭), নড়াইল জেলার লোহাগড়া থানার দিঘলিয়া এলাকার সাইদুল সরদারের ছেলে কাজল (২৬) ও  একই এলাকার সুভাষ সরকারের ছেলে সুজয় সরকার।

পুলিশ জানায়, আটকরা আশুলিয়া এলাকায় দীর্ঘদিন ইয়াবা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নবীনগর এলাকার জাতীয় স্মৃতিসৌধের ২ নম্বর গেটের সামনে ইয়াবা বিক্রি করার সময় তাকে হাতে নাতে আটক করে।

এসময় তাদের দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে র‌্যাব বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে থানায় দিয়েছে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।