ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক ছবি : প্রতীকী

সিলেট: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় রুপিসহ অজিত শর্মা ওরফে রেনু (৩২) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় গোয়াইনঘাটের ভগাইয়া মুসলিমপাড়া সীমন্তের ১২৬৩ মেইন পিলারের ৩নং সাব পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে অজিত।

এ সময় তাকে আটক করা হয়।
 
বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির নায়েক এহসানুল হকের নেতৃত্বে বিজিবির টহলদল তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ভারতীয় এক হাজার রুপির ৯টি ও ৫শ’ রুপির ২টি নোট জব্দ করা হয়।

বিজিবি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির কমাণ্ডার সুবেদার কাজী নিজাম উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক যুবকের বাড়ি সিলেট নগরীতে বলে জানা গেছে। তবে তার কাছে ভারতে যাতায়াতের কোনো পাসপোর্ট পাওয়া যায়নি।

তাকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান সুবেদার নিজাম উদ্দিন।

আটক অজিত শর্মা সিলেট নগরীর সাগরদিঘীরপাড় এলাকার কুলেশ্বর শর্মার ছেলে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।