ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ‘ডয়েস ল্যান্ড’ নামের একটি রফতানিমুখী গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের একজন পরিদর্শকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে।



মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডয়েস ল্যান্ড কারখানার পিএম ইকবাল হোসেনকে মঙ্গলবার সকালে চাকরিচ্যুত করা হলে শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করতে থাকেন। বিকেল ৫টার দিকে শ্রমিকেরা কারখানার বাইরে বিক্ষোভ করে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ এসে বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে শিল্প পুলিশের পরিদর্শক রেজাউল করীমসহ আরো ৯ জন শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদেরকে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে।

গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ’র সহ সভাপতি (অর্থ) ও লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক জানান, ঘটনাটি আমরা শুনেছি। মালিক পক্ষ এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে বিকেএমইএ ব্যবস্থা নেবে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার মাহবুব আলম জানান, শ্রমিকেরা পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা রাবার বুলেটের গুলি ছোঁড়ে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।