ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হাসিনার কৌশলের কাছে হেরেছেন খালেদা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
হাসিনার কৌশলের কাছে হেরেছেন খালেদা

সংসদ ভবন থেকে: বিএনপির আন্দোলন কর্মসূচি ব্যর্থ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোথায় অবরোধ? কোথায় হরতাল হচ্ছে? দেশের সব জায়গায় গাড়ি চলাচল করছে। বিএনপি নেত্রী হতাশ।

তার সব পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলের কাছে হেরে গেছে।
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা কার সঙ্গে সংলাপ করবো। তার দলের নেতারাই তো তার সাথে নেই। কিসের সাথে সংলাপ হবে। তবে হ্যা, সংলাপ হবে ২০১৯ সালের নির্বাচনের আগে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।
 
তিনি আরও বলেন, সংলাপের ডাক তো দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তখন তিনি আসেন নাই। সংলাপ করে কী হয়? কিছুই হয় না, হবেও না।
 
খালেদা জিয়ার উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ অফিস করে দিনে। তিনি রাতে অফিসে বসে কী করেন? প্রশ্ন আমার। খামোখা রাত জেগে আপনার সুন্দর চেহারা নষ্ট করছেন কেন? ঘরে যান আরাম করেন, চাঙ্গা করেন। আয়নায় চেহ‍ারাটা একবার দেখেন, কি অবস্থা হয়েছে!
 
হরতাল অবরোধ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, কোথায় অবরোধ হয়েছে? ঢাকা শহরসহ সবখানেই বাস চলছে। অফিস আদালত চলছে।
 
এ সময় রসিকতা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের নেত্রী মেসি-রোনালদোর মতো খেলেন। নির্বাচনের সময় মেসির মতো গোল দিয়ে আপনাদের পরাজিত করবেন।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

** ‘খালেদা জিয়া জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছেন’
** খালেদা খুনি, ৭১’র বদলা নিতে ‍চান
** পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ার আহবান রওশনের
** ‘ঘুষ দেন কেন’ পরিকল্পনামন্ত্রীর প্রশ্ন
** ৬ মাসের মধ্যে সম্প্রচার আইন
** চামড়া শিল্পনগরীতে ১৪৪টি ইউনিটের নির্মাণ কাজ শুরু
** ২০২১ সালের মধ্যে সব নাগরিক বিদ্যুৎ পাবে
** অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।