ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় নাশকতায় জড়িত সন্দেহে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
কুমিল্লায় নাশকতায় জড়িত সন্দেহে আটক ৩ ছবি: প্রতীকী

কুমিল্লা: নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে কুমিল্লায় তিন জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর শাসনগাছা এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বাংলানিউজকে জানান, তাদের রাজনৈতিক পরিচয় এখনো (রাত ৮টা) পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

এক সপ্তাহ আগে শাসনগাছা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় তাদের আটক করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।