ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসে আগুন

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
আশুলিয়ায় বাসে আগুন ছবি: ফাইল ফটো

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার বাড়ইপাড়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাড়ইপাড়া বাসস্ট্যান্ডে এলে হঠাৎ করে অবরোধকারীরা এতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আশুলিয়া স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এই প্রতিবেদককে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের আটক করতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।