ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গুলিবিদ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
রাজধানীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গুলিবিদ্ধ ২

ঢাকা: রাজধানীর কদমতলি থানার নামা শ্যামপুর এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২০জানুয়ারি)রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।



গুলিবিদ্ধ দু’জন হলেন, কদমতলি থানা শ্রমিকলীগ নেতা আবদুল জলিল (৪০) এবং মো. জসিম (৩৭)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

কদমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস স‍ালাম জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে স্থানীয় মাদক ব্যবসায়ী বেলাল ও শ্রমিকলীগের মধ্যে এ গুলি বিনিময় হয়।

এ সময় জসিমের মাথায় ও জলিলের ঘাড়ে গুলি লেগে চামড়া ভেদ করে বেরিয়ে যায়।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

আহত জলিল জানান, তিনি কদমতলি থানা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।