ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পিকআপের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
রাজধানীতে পিকআপের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

ঢাকা: রাজধানীর দয়াগঞ্জে পিকআপের ধাক্কায় সুমনা আক্তার (১৬) নামে এক কলেজছাত্রী মারা গেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

সুমনার সহপাঠী মৌসুমী বাংলানিউজকে জানান, দয়াগঞ্জের কসবা কোচিং সেন্টারে ক্লাস শেষ করে বাসায় ফিরছিলেন সুমনা ও মৌসুমী। দয়াগঞ্জ নতুন রাস্তা পারপারের সময় পেছন থেকে মাটিভর্তি একটি পিকআপ সুমনাকে ধাক্কা দিয়ে চলে যায়।

মুমুর্ষূ অবস্থায় পথচারীদের সহায়তায় মৌসুমী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে রাত সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমনার মা পারভীন আক্তার জানান, লক্ষ্মীবাজার মহানগর মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন সুমনা।  

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের ক্যাম্প পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র।   

সুত্রাপুরের এসকে দাস রোডের শাহ আলম খানের মেয়ে সুমনা।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।