ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসে পেট্রোল বোমা, দগ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
আশুলিয়ায় বাসে পেট্রোল বোমা, দগ্ধ ২ ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকার আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে দুর্ব‍ৃত্তদের পেট্রোল বোমা হামলায় দুইজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

  

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আশুলিয়ার একটি কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার (৩৫) ও রিকশা চালক আবদুর রশিদ (৩৫)।

দগ্ধদের স্বজনরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ‍আসেন।

ঢামেক বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক সুলাতানা রাজিয়া জানান, পেট্রোল বোমায় নিতাইয়ের দুই শতাংশ ও রশিদের ৩৯ শতাংশ পুড়ে গেছে। রশিদের অবস্থা বেশ আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।