ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত ৪

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ট্রাকের নিচে চাপা পড়ে চার সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত ১২টা ১৫ মিনিটে মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

এসময় চালকসহ দুইজন গুরুতর আহত হন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কজনক বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।