ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
রাজশাহীতে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

রাজশাহী: রাজশাহী মহানগরীতে পারিবারিক কলহের জের ধরে মারুফ হোসেন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মারুফ মহানগরীর রামচন্দ্রপুর এলাকার ডালিম খালিফার ছেলে।



মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, পরিবারে অন্য সদস্যদের সঙ্গে মারুফের ঝগড়া হয়। ওই ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে মারুফ নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বাড়ির অন্য সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।