ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে আগুন-ভাংচুরে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বেগমগঞ্জে আগুন-ভাংচুরে আহত ১০

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশধারী অবরোধকারীদের অর্তকিত হামলায় যাত্রী ও পথচারীসহ ১০ জন আহত হয়েছেন।

এসময় হমালাকারীরা ১০ থেকে ১২টি সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা ভাংচুর করে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার চৌমুহনী বাজারে রাত ৮টায় থেকে ঘন্টাব্যাপী এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, উপজেলার চৌমুহনীর পূর্ব বাজারে রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী অর্তকিত হামলা চালিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা সিএনজিচালিত ও ব্যাটারিচালিত ১০-১২টি অটেরিকসা ভাংচুর করে।

খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছনোর আগেই মুখোশধারী হামলাকারীরা পালিয়ে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হামলার পর থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে।

পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।