ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার স্কয়ার হাসপাতালে খুলনা সিটি মেয়র

স্টাফ করসেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
ঢাকার স্কয়ার হাসপাতালে খুলনা সিটি মেয়র মো. মনিরুজ্জামান মনি

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সদি ঢাকার স্কয়ার হাসপাতালে পৌঁছয়।



মেয়র বর্তমানে হাসপাতালের গ্যাষ্ট্রোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. এম এফ আরেফিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হ‍াসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার একুইট প্যানক্রেটাইটিস রোগ ধরা পড়ে।

মঙ্গলবার সকাল ১০টায় মেয়রের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়। পরামর্শ অনুযায়ী দুপুর ২টায় অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয়।

খুলনা মহানগর বিএনপির সহ দফতর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি আরও জানান, মেয়র মনিরুজ্জামান মনি তার সুস্থতার জন্য খুলনাবাসীসহ সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

বাংলাদশে সময়: ০২৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।