ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে ককটেল বিস্ফোরণ, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বেলকুচিতে ককটেল বিস্ফোরণ, আটক ৫

সিরাজগঞ্জ: ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শের নগর বাজার এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসময় একটি সিএনজি চালিত অটোরিকশাও ভাঙচুর করা হয়।

এদিকে, বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীকে আটক করেছে। তবে তাদের নাম জানা যায়নি।

অপরদিকে, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেফতার ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকে দুই দিনের ছাত্র ধর্মঘট চলছে।  

শহরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম দেখা গেছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।