ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।



আহতরা হলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলীবাড়ী এলাকার মৃত বশিরুদ্দিনের ছেলে বকুল হোসেন (২৮) ও একই এলাকার সবুর উদ্দিনের ছেলে রবিউল ইসলাম(৩১)।
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, বকুল হোসেন ও রবিউল ইসলামসহ একদল গরু ব্যবসায়ী বুড়িমারী সীমান্তের শ্রীরামপুর ইউনিয়নের খেংটিবাড়ি এলাকায় নো ম্যানস ল্যান্ডে গরু আনার জন্য যায়।
 
এসময় সীমান্তে টহলরত ভারতীয় চ্যাংড়াবান্ধা ক্যাম্পের ৬১ বিএসএফের সদস্যরা ৮৪২ নম্বর মেইন পিলার ও ৬/৭ সম্বর সাব পিলারের কাছ থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে বকুলের বুকে ও রবিউলের পায়ে গুলিবিদ্ধ হলে তারা গুরুতর আহত হন।

পরে তাদের সঙ্গীরা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় বকুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।
 
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বজলুর  রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ পত্রসহ পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।