ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় মিন্টু নামে এক চালককে কুপিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে লালমাটিয়া থেকে গুরুত্বর আহত অবস্থায় চালক মিন্টুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র বাংলানিউজকে জানান, মিন্টুর শরীরের অসংখ্য স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
মিন্টুর ছোট ভাই মিঠু বাংলানিউজকে জানান, তার ভাই প্রতিদিন দক্ষিণ বাসাবোর বাসা থেকে গাড়ি নিযে বের হন। কিন্তু মঙ্গলবার (২১ জানুয়ারি) মধ্যরাতেও ফিরে আসেননি। পরে রাতভর খোঁজ করে কোথাও পাওয়া যায়নি।
বুধবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে লালমাটিয়া থেকে আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার করা হয়। তার অটোরিকশাটি পাওয়া যায়নি।
ছিনতাইকারীরা সেটি নেওয়ার জন্যই তার উপর হামলা করেছে বলেও ধারণা করেন মিঠু।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫