ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
রায়গঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত ৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত আটজন আহত হয়েছে।

সংঘর্ষ চলাকালে দুই বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং মোটরসাইকেল ও ফ্রিজে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।



পুলিশ ঘটনাস্থল থেকে এ ঘটনায় জড়িত অভিযোগে গোলাম সরোয়ার নামে এক ব্যক্তিকে আটক করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের সুবর্ণগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

তারা হলেন-ইলিয়াস হোসেন, ইসলাম আলী, মিজানুর রহমান, সেরাজুল ইসলাম, রকি পারভেজ, রাশেদা বেগম, আজম হোসেন ও মিজান।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সুবর্ণগাতী গ্রামের মোশারফ হোসেন ঠান্ডুর ছেলে মোকবুল মাস্টার ও খোরশেদ আলমের ছেলে বারু শেখের মধ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

পরে এরই জের ধরে বুধবার (২১ জানুয়ারি) সকালে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় বারু শেখের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে মোটরসাইকেল ও ফ্রিজে আগুন ধরিয়ে দেয়। এতে নারীসহ অন্তত আটজন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ব্রক্ষগাছা ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে মিমাংসার প্রক্রিয়া চলছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।