ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘বিজাতীয় চলচ্চিত্র বন্ধে প্রয়োজনে আবারো রক্ত দেবো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
‘বিজাতীয় চলচ্চিত্র বন্ধে প্রয়োজনে আবারো রক্ত দেবো’ ছবি: রাশেদ/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের সিনেমা হলগুলোতে হিন্দি ও উর্দু চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করতে প্রয়োজনে অভিনেতা ও অভিনেত্রীরা আবারো রক্ত দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা।
 
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কাফনের কাপড় পড়ে অবস্থান কর্মসূচি পালনকালে তারা এ হুঁশিয়ারি দেন।


 
অভিনেতা শাকিব খান বলেন, ‘হিন্দি ছবির দালালেরা, হুঁশিয়ার-সাবধান। আমাদের এ আন্দোলন শুধুমাত্র চলচ্চিত্র রক্ষার জন্য নয়। এ আন্দোলন দেশ রক্ষার আন্দোলন। বাংলাদেশের অতীত আন্দোলনগুলোতে চলচ্চিত্র কী ধরনের প্রেরণা যুগিয়েছিল তা সবার জানা আছে। এই চলচ্চিত্র ১৬ কোটি মানুষের। যার মাধ্যমে আমাদের শিল্প, সংস্কৃতি তুলে ধরা হয়। আজ তা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চলছে। আমরা জানি একটি দেশকে ধ্বংস করতে হলে সেদেশের সংস্কৃতি ধ্বংস করতে হয়। তাই আমাদের দেশকে ধ্বংস করতে ষড়যন্ত্রকারীরা আমাদের সংস্কৃতি ধ্বংস করতে চাচ্ছে।
 
তিনি বলেন, দেশ স্বাধীন হলেও এখনও দেশে পাকিস্তান ও ভারতের দালালরা রয়ে গেছে। তারা আজ আমাদের ভাষা, সংস্কৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত করতে নানা ষড়যন্ত্র করছে।
 
বড় পর্দার এই নায়ক বলেন, আমাদের এ প্রতিবাদ যদি প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছায় তবে তিনি অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর তার পর্যন্ত যদি না পৌঁছায় তবে সমগ্র দেশের মানুষ জেগে উঠবে। আর সে মানুষের  জেগে ওঠা হবে ভাষা, চলচ্চিত্র ও দেশ রক্ষার আন্দোলন। বায়ান্নর ভাষা আন্দোলনে বাঙালি যেমন রক্ত দিয়েছিল, তেমনি প্রয়োজনে আবারও সংস্কৃতি রক্ষার জন্য রক্ত দেবে। এটা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।
 
অভিনেতা অমিত হাসান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায়, স্বাধীন বাংলায় বিজাতীয় কোনো চলচ্চিত্র চলতে পারে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় এটা হতে পারে না। তাই সিনেমা হলে হিন্দি ছবি প্রদর্শনের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা যদি বন্ধ না করা হয় তবে পরবর্তী দিন আমরা আর ভালভাবে রাস্তায় নামবো না।
 
তিনি আরও বলেন, ইতিমধ্যে এ ধরনের সিদ্ধান্তে সারা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদের ঝড় উঠেছে। যেসব ছাত্র-ছাত্রী বাংলা সিনেমা পছন্দ করেন, আমি তাদের রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। পাকিস্তান ও ভারতের দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
 
অভিনেতা ড্যানি সিনহা বলেন, আমাদের সিনেমা হলে কোনো ভিনদেশি ছবি দেখতে চাই না। একটি গণতান্ত্রিক দেশের মানুষকে নষ্ট করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি দেশবাসীর প্রতি এ ছবি বর্জন করার আহ্বান জানাচ্ছি।
 
চলচ্চিত্র পরিচালক এফ আই মানিক বলেন, আমরা ৫২, ৬৯ ও ৭১ সালের বিজয় দেখেছি। এসব বিজয়ে বাংলা চলচ্চিত্রের ভূমিকা ছিল অপরিসীম। জহির রায়হানের চলচ্চিত্রের মাধ্যমে সারা বিশ্ব সংগঠিত হয়েছে। আজ সেই বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করার পাঁয়তারা চলছে। আজ আমাদের অস্তিত্বের প্রশ্ন উঠেছে। বাংলাকে ধ্বংস করার জন্য উর্দু ও হিন্দি ছবি আমদানির ব্যবস্থা করা হচ্ছে। আমাদেশ শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত সিনেমা হলে বিজাতীয় ছবি চলতে দেবো না।
 
বাংলা সিনেমার খলনায়ক মিশা সওদাগর বলেন, আমরা যদি সুস্থ্য থাকি এবং আমাদের শরীরে যদি একবিন্দু রক্ত থাকে, তবে এ দেশের সিনেমা হলে কোনো বিজাতীয় ছবি চলতে দেওয়া হবে না। আজ  আমরা প্রতিবাদ জানাতে শরীরে কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি। পরবর্তীতে প্রয়োজনে প্রতিবাদ করার জন্য শরীরে আগুন জ্বালিয়ে দেবো। তবুও এ দেশের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করবো।
 
অভিনেতা ওমরসানি বলেন, আজ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাঁচার কোনো উপায় নেই। আমরা যে আন্দোলন শুরু করেছি, তাতে আমরা জয়ী হবই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
 
আরেক খলনায়ক আহমেদ শরীফ বলেন, আমরা এ দেশের চলচ্চিত্রপ্রিয় মানুষের ভালবাসা নিয়ে এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুঁখে দাঁড়াবো। বাংলাদেশে হিন্দি বা উর্দু ছবি মুক্তি পেতে দেবো না। আপনারা এ ছবি প্রত্যাহার ও বর্জন করুন।
 
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি একাত্বতা প্রকাশ করে। শেষে একটি মিছিল নিয়ে কাকরাইল ছবি পাড়ার উদ্দেশ্যে যাত্রা করে চলচ্চিত্র শিল্পীরা।
 
মানববন্ধনে অভিনেতা শাকিব খান, অমিত হাসান, রুবেল, চিত্রনায়িকা পূর্নিমা, পরি মণিসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫/আপডেটেড : ১৬৫৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।