ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
দুর্গাপুরে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল

রাজশাহী: বিএনপির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে গ্রেফতারের প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুরে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা সদর ও পৌর এলাকায় এ হরতাল কর্মসূচি আহ্বানের তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু।



অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু জানান, দুপুরে তার সভাপতিত্বে রাজশাহী জেলা বিএনপির এক জরুরি সভা কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপি সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল আহসান পান্নাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সভায় নাদিম মোস্তফাকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলা ও পৌর এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল কর্মসূচি আহ্বান করা হয়।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা মহানগরসহ জেলার নয় উপজেলায় হরতাল কর্মসূচি দেয় জেলা বিএনপি। এছাড়া বুধবার (২১ জানুয়ারি) পুঠিয়া উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দেয়। তবে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢালাভাবে পুঠিয়ায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

গত ১৯ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে বিএনপির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলার সভাপতি পুঠিয়া-দুর্গাপুর আসনের সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ওই দিনই তাকে বিস্ফোরক মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।