ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বান্দরবানে পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের পাসপোর্ট অফিসে পাসপোর্ট প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।



এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু জাফর।

এসময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আবদুর রাশিদ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতোদিন বান্দরবান জেলার বাসিন্দাদের রাঙামাটি থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হতো। বান্দরবানে পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হওয়ায় এখন সহজেই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন তারা।

দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ায় জেলার বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।