ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ট্রেনের টিকিট কালোবাজারিকে ৬ মাসের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
ময়মনসিংহে ট্রেনের টিকিট কালোবাজারিকে ৬ মাসের দণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ময়মনসিংহে ইজ্জত আলী (৩৫) নামে এক ব্যক্তিকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা আফরোজ এ দণ্ড দেন।



নীলিমা আফরোজ বলেন, বুধবার দুপুরে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে পুলিশ ইজ্জত আলীকে টিকিটসহ হাতে নাতে ধরে ফেলে।

পরে তাকে ছয়মাসের দণ্ড দিয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।