ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
সাতক্ষীরায় নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন সাতক্ষীরায় পুলিশ সুপার (এসপি) চৌধুরি মঞ্জুরুল কবীর।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিকদের প্রতি আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সব রুটে নির্ভয়ে গাড়ি চালানোর আহ্বান জানিয়ে তিনি এ পুরস্কারের ঘোষণা দেন।



পুলিশ সুপার বাস মালিকদের উদ্দেশে বলেন, যানবাহনে অগ্নিসংযোগকারীরা দেশের ও মানবতার শত্রু। নাশকতাকারীদের আটক করতে পুলিশকে সহায়তা করুন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।