ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
আশুলিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়া বিশমাইল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশ মাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।



পুলিশ জানায়, বিকেলে এক মোটরসাইকেল আরোহী ইউটান নেয়ার সময় মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা বাবুল লাক্সসারি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই মোটরসাইকেল আরোহী। এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ড্রাইভারকে আটক করে পুলিশে ধরিয়ে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।