ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খালেদাকে ‘হুকুমের আসামি’ বললেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
খালেদাকে ‘হুকুমের আসামি’ বললেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৪ সালের মতো আবারও মানুষ হত্যায় মেতে উঠেছেন। যখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, ঠিক তখনই হঠাৎ কোনো ইস্যু ছাড়াই মানুষ খুন করছে বিএনপি।

বিএনপি নেত্রী তার ঘরবাড়ি ছেড়ে অফিসে বসে হুকুম দিচ্ছেন। তার হুকুমেই মানুষ পুড়ে  মারা যাচ্ছে। তাই ‘হুকুমের আসামি হিসেবে তাকে আইনের আওতায় আনাই যুক্তিযুক্ত’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাবেক মন্ত্রী এ বি তাজুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
 
প্রধানমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। হুকুমের আসামি হিসেবে কী ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখবে আইন-শৃঙ্খলা বাহিনী। তারাই ব্যবস্থা নেবে।
 
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট ২০১৪ সালে নির্বাচন বানচাল করার নামে অনেক বাড়িঘর পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। আমাদের দুর্ভাগ্য দেশের মানুষ যখন শান্তির পথ দেখছে। ঠিক সেই সময় আবারও মানুষ হত্যা করা হচ্ছে।
 
‘কেন খালেদা জিয়া মানুষ হত্যায় নেমেছেন? কেন সাধারণ মানুষকে মারা হচ্ছে? তিনি (খালেদা) ঘড়বাড়ি ছেড়ে অফিসে বসেই হুকুম দিচ্ছেন। তার হুকুমেই মানুষ পুড়ে মারা যাচ্ছে। ’ যোগ করেন প্রধানমন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ১৭১৩ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

** খালেদার বিরুদ্ধে ৩০টি হত্যা মামলার দাবি
** ফরমালিন নিয়ন্ত্রণে সংসদে বিল

** খালেদাকে নির্বাসনে যেতে বললেন শামীম ওসমান
** খালেদার কার্যালয়ে অভিযানের দাবি বিএনএফ প্রেসিডেন্টের
** ৩৭ লাখ ৩৪ হাজার ৫শ’ প্রবীণ নাগরিক ভাতা পাচ্ছে

** পরীক্ষার দিন প্রশ্নপত্র দেওয়া সম্ভব নয়
** অগ্রাধিকার ভিত্তিতে ফ্ল্যাট পাবেন এমপিরা
** এক বছরে ১৭৬টি সিদ্ধান্ত বাস্তবায়ন
** জনগণের জানমাল রক্ষার দায়িত্ব সরকারের
** অধিবেশন শুরু, চলছে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।